ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা প্রেসক্লাবে এক যুগ ধরে দুই জনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এ কমিটিও নির্বাচিত নয়।প্রেসক্লাবে দীর্ঘদিন কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। মনগড়া পকেট কমিটিতে সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন দীর্ঘদিন যাবত কমিটির অধিকাংশ সদস্যকে পাশ কাটিয়ে একতরফা ও অগঠনতান্ত্রিক ভাবে প্রেসক্লাবের সমস্ত কার্যক্রম চালিয়ে আসছে। ভেড়ামারা প্রেসক্লাবে সরকারি, বেসরকারি অনুদান ও সংগৃহীত টাকার স্বচ্ছ আয় ব্যয়ের হিসাব, সমস্ত সাংবাদিকদের অংশগ্রহণে প্রেসক্লাবের সুষ্ঠু নিরেপক্ষ নির্বাচন, সদস্যদের তালিকা হালনাগাদ করণ, একটি মানসম্মত গঠনতন্ত্র বাস্তবায়নের দাবিতে সকল সাংবাদিকরা সোচ্চার হয়ে উঠে। এছাড়াও প্রেসক্লাবের সাধারণ সদস্য থেকে বঞ্চিত রয়েছে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার পেশাদার মুল ধারার সাংবাদিকরা। সদস্যপদ থেকে বঞ্চিত এসকল সাংবাদিকরা এ আন্দোলনে ঐক্যবদ্ধ হন। প্রেসক্লাবের নাম সর্বস্ব এ কমিটি অযোগ্য, নানা অনিয়ম, দুর্নীতি ও ষড়যন্ত্রে লিপ্ত। বর্তমান সময়ে ভেড়ামারার সকল সাংবাদিকরা এসবের ঐক্যবদ্ধ হয়ে এ কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করে। ক্লাবের ক্ষমতা কিছু লোভী, ক্ষমতা কে দীর্ঘস্থায়ী করতে আন্দোলনকারীদের মধ্যে তিন সাংবাদিক যথাক্রমে প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল মজুমদার, আজিজুল হাকিম ও আইন ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলিকে অগঠনতান্ত্রিকভাবে বহিষ্কার করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply