1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 4:17 pm

হজ¦ নয়, সৌদি গিয়ে ভিক্ষাবৃত্তিই ছিল তার পেশা

  • প্রকাশিত সময় Thursday, June 30, 2022
  • 135 বার পড়া হয়েছে

ফজলুল হক, মেহেরপুর প্রতিনিধি ॥ ছিলেন ডাকাত দলের সর্দ্দার। গনপিটুনিতে দুই হাত হারালে হয়ে যান হাজি¦। শুরু করেন হজে¦র নামে সৌদি আরব গিয়ে ভিক্ষাবৃত্তি। আয় করেন লাখ লাখ টাকা নিজ গ্রামে হজ¦ থেকে ফিরে কিনতেন জমি। বসত ঘরের অবস্থা ভালো না হলেও কৃষি জমি রয়েছে ২০ বিঘা। মেহেরপুরের গাংনী উপজেলার মতিয়ার রহমান। যিনি হজে¦র নামে সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে বেছে নিয়েছিলো। হজে¦ গিয়ে ভিক্ষা করার সময় এবার সৌদি পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হলে বিষয়টি জানাজানি হয় সর্বমহলে। এমন ঘটনা দেশের জন্য খুবই লজ্জার উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন-উর্ধ্বতন কতৃপক্ষ বিষয়টি জানানোর পর তদন্ত শুরু হয়েছে। দেশে ফেরৎ এলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। অনুসন্ধানে বেরিয়ে আসে এসব তথ্য। মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের ভাটপাড়ার বাসিন্দা মতিয়ার রহমান। গ্রামে সবাই তাকে মন্টু বলে চিনে। একসময় ডাকাত দলের নেতা ছিল। তখন গনপিটুনিতে দুই হাতের কজ¦ী কাটা পড়লে সে ডাকাতি ছেড়ে দিয়ে বিদেশে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয়। এলাকাবাসী জানান-কম পয়সায় ভারত হয়ে হজে¦ যাওয়া সহজ হওয়ায় প্রায় ১২/১৪ বার তিনি হজে¦ গিয়ে ভিক্ষাবৃত্তি করে দেশে বিপুল অর্থ এনে সহায় সম্পদ গড়েছেন। মূলত: হজ¦ করতে নয়, সেখানে গিয়ে ভিক্ষাবৃত্তিই ছিল তার পেশা। করোনার কারণে এবং সীমান্ত বন্ধ থাকায় দুইবছর হজে¦ যাওয়া হয়নি বলে এবার দেশ থেকে ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের মাধ্যমে হজ¦ ভিসা নিয়ে সৌদি যান। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যন্য বারের মত এবারও সৌদি আবরে গিয়ে হাজী পোশাকে গত বুধবার বেলা ৩টার দিকে মদিনা শরীফে ভিক্ষাবৃত্তি করার সময় সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরে বাংলাদেশ হজ¦ মিশনের একজন কর্মী গিয়ে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনে। এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দায়ে ধানসিঁড়ি ট্রাভেলকে শোকজ করা হয়েছে। হজে¦র নামে হাজী ভিসায় সৌদি গিয়ে ভিক্ষাবৃত্তি ঘটনায় বিব্রত ও লজ্জিত সরকারের হজ¦ মিশন, স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসী। দুই হাতের কব্জী না থাকায় সহজেই মানুষজন তাকে ভিক্ষা দেওয়ায় একাধিকবার তিনি হজ¦ ভিসায় সৌদি আরবে যান। গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের স্থানীয় লোকজনেসর সাথে কথা বললে তারা বাংলা ট্রিবিউনকে জানান, আমরা জানি সে সৌদি আরব হজ¦ নয়, ভিক্ষা করতে যাই। বেশ কয়েকবার গিয়েছে হজে¦ মতিয়ার। বেশীর ভাগ সময় সে ভারতে থাকে। আমরা শুনেছি ভারত, পাকিস্থান আফগানিস্থানে লোকজন নিয়ে গিয়ে ভিক্ষা করে। এবার সৌদিতে গিয়ে ভিক্ষা করার সময় পুলিশের হাতে আটক হয়েছে শুনতে পেয়েছি। আগে সে খারাপ লোক ছিল। তার দুই হাত নেই। গ্রামে এসে কিছুই করেনা। বছরের বেশী সময় ভারতে থাকে মতিয়ার রহমান। দুই হাত না থাকায় ভিক্ষা ছাড়া কোন কাজ করার উপায় নেই। গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সোহেল আহমেদ  জানান, আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি সে হজে¦ যাওয়ার নাম করে গিয়ে ভিক্ষা করে। সে এই দেশের মানস্মান নষ্ট করেছে। এর আগে সে ডাকাত দলের নেতা ছিল। ডাকাতি করতে গিয়ে জনগনের হাতে গনপিটুতে তার দুই হাত কাটা পড়ে। এলাকার মানুষ তাকে খারাপ লোক হিসেবে চেনেন। এর আগে সে একাধীকবার হজ¦ ভিসায় সৌদি আরব গিয়েছে। ভিক্ষাবৃত্তি করে সে এলাকায় অনেক জমি কিনেছে। স্থানীয় ইউপি মেম্বার ফারুক হোসেন, জানান, মানুষ হজ¦ থেকে ফিরে পাচঁ ওয়াক্ত নামাজ পড়েন। তাকে কোন দিনও গ্রামের মসজিদে নামাজ পড়তে দেখিনি। সে তিনবার হজে¦ গিয়েছে। এবার হজে¦ গিয়ে ভিক্ষা করার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে জেনেছি। অভিযুক্ত মতিয়ার রহমানের স্ত্রী মমতাজ পারভীন জানান, আমার স্বামী হজে¦ গিয়ে কি করে আমি বলতে পারবো না। তবে সে ৯ বিঘা জমি কিনছে কোথায় থেকে কিনেছে তা জানিনা। গতকাল জানতে পেরেছি তাকে পুলিশ আটক করেছে। এবার বাড়ি ফিরলে তাকে নিষেধ করবো আর যেন এই পথে সে না যাই। সন্তানদের বিয়ে দিতে হবে এলাকায় মানুষ জন খারাপ বলছে। তিন মেয়ে এক ছেলে ঘরে রয়েছে। ছেলেটার বিয়ে দিতে হবে এখন এই গুলো শুনে কেউ বিয়ে প্রস্তাব নিয়ে আসবে না।মেহেরপুর জেলা হাজী সমিতির সভাপতি গোলাম রসুল কে জানান, এটা হাজি¦দের জন্য লজ্জার বিষয়। আমরা বিষয়টি লিখিত ভাবে হাজি¦ সমিতি ও ধর্ম মন্ত্রানালয় কে জানাবো। তিনি আরো বলেন হাজি¦দের হজে¦ যাওয়ার আগে গোয়েন্দা রিপোর্ট এর মাধ্যমে তাদের হজে¦ পাঠানোর দাবী করেন। হজে¦ গিয়ে ভিক্ষাবৃত্তি এটা দেশের জন্য ভাবমূর্তি ক্ষন হয়েছে। গাংনী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম বলেন,  বিষয়টি জানতে পেরে তার পরিচয় নিশ্চিত করি। উর্ধ্বতন কর্তৃপক্ষ কে বিষয়টি জানানোর পর তদন্ত শুরু হয়েছে। দেশে ফেরৎ এলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640