কাগজ প্রতিবেদক ॥ অগ্রণী ব্যাংক সিলেট গ্যাস ফিল্ড শাখার অফিসার শেখ মওদুদ আহমেদ সন্ত্রাসীদের হামলায় নির্মম হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
গতকাল এন, এস রোড থানা ট্রাফিক মোড়ে অগ্রণী ব্যাংক কুষ্টিয়া পরিবারের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের সাবেক এসপিও ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান মজু, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, ব্যাংকে চাকরী এক ধরণের সেবা। শেখ মওদুদ আহমেদ একজন ন¤্র, ভদ্র মানুষ। তাঁর রয়েছে চল্লিশ দিনের বয়সী একটি কন্যা সন্তান। তাঁর এমন নির্মম মৃত্ব্যতে ক্ষুদ্ধ, বিক্ষুদ্ধ কুষ্টিয়াসহ সারাদেশের অগ্রণী ব্যাংকের পরিবারের সদস্যরা। বক্তারা অবিলম্বে এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তপুর্বক জড়িতদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের সাবেক এসপিও ও জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার পরিষদের সাধারণ সম্পাদক এস এম তোজামোতুল্লাহ বকুল, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী শনিবার বিকেলে সিলেট গ্যাস ফিল্ড শাখার অফিসার শেখ মওদুদ আহমেদ একটি সিএনজিতে বাজারে যান। সেখানে চালকের সাথে ভাড়া নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হলে সংঘবদ্ধ বিএনজি চালকগণ অতর্কিতভাবে তাকে পিপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে নেয়া হলে তিনি ইন্তেকাল করেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সাধারণ সম্পাদক ও মজমপুর শাখার ব্যবস্থাপক আবু আহসান হাবীব মনি।
Leave a Reply