আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী সেতু এনজিও’র আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনে সহযোগিতায় উপজেলার বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এসময় তিনি বলেন, বিজ্ঞান মেলা একটি সমাজ ও জাতির বৈজ্ঞানিক উৎকর্ষ এবং সভ্যতাকে প্রদর্শন করে। বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে অনুপ্রাণিত করতে বিজ্ঞান মেলার ভুমিকা অপরিসীম। এ ধরণের বিজ্ঞান মেলা থেকে স্কুল-কলেজের খুদে বিজ্ঞানীরা উপকৃত হবে। তিনি আরো বলেন, মাধ্যমিক স্কুল পর্যায়ে বিজ্ঞান ক্লাব গঠনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আরো অগ্রসর হচ্ছে। তাদের কাছ থেকে আগামীতে আরো ভালো কিছু উদ্ভাবন হবে। বর্তমান সময়ের পুরো পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা আজকে যে উদ্ভাবনী প্রদর্শন করেছে তা প্রশংসনীয়। আগামীতে আরো ভালো কিছু করতে হবে। আগামীতে মিরপুর উপজেলা থেকে বড় কিছু তৈরী করা সম্ভব হবে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, সহকারী প্রোগ্রামার মিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার প্রমুখ। আন্তঃস্কুল বিজ্ঞান মেলায় মিরপুর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরী বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করেছে।
Leave a Reply