কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, পরের জন্য কিছু করতে পারার আনন্দ অতুলনীয়। তিনি বলেন, পরিচিতজন, এলাকার জন কখনো কখনো আপনজন হয়ে ওঠে। পারস্পরিক সহযোগিতার প্রয়োজনে তাদের মধ্যে আন্তরিকতাবোধ ও মানসিক নৈকট্য গড়ে ওঠে। বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, তোমরা পৃথিবীতে নিজের অবস্থান তৈরি করো। বিশ্ববিদ্যালয়ের সাথে সব সময়ই তোমাদের বন্ধন অটুট থাকবে। আমরা পারবো, এই প্রত্যয়ে সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান উপাচার্য। বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ (২৮ জুন) তিনি এসব কথা বলেন। দুপুর সোয়া ১টায় শুরু এ অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, লালন শাহ হলের প্রভোস্ট ড. মোঃ ওবায়দুল ইসলাম, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক বনানী আফরীন, উপ-রেজিস্ট্রার মোঃ মাছুদুল হক তালুকদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সরদার তরিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হাওলাদার আরিফ বিল্লাহ স্বাগত বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন মোঃ দিদারুল ইসলাম ও চাঁদনী খাতুন। অনুষ্ঠানে বিদায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply