মেহেরপুর প্রতিনিধি ॥ পদ্মা সেতুর উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য শোভযাত্রা করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের কার্যালয় চত্ত্বর থেকে জেলা প্রশাসক ডঃ মুনছুর আলম খানের নেতৃত্বে একটি শোভাযাত্রাটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পুলিশ সুপার রাফিউ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.খালেক, সহ-সভাপতি অ্যাড.ইয়ারুল ইসলামসহ সরকারকী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। পরে ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কে মঞ্চে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন উপভোগ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
Leave a Reply