বিবাহবিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহান। ভারতীয় বাংলা সংবাদ মাধ্যম আনন্দবাজারকে তিনি বললেন, তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে তাদের কোন কথাই হয়নি বলেও জানান তিনি।
এদিকে বিচ্ছেদ নিয়ে অনেকটাই ধোয়াশার সৃষ্টি করেছেন নুসরাতের স্বামী নিখিল জৈন। তিনি বলেন, বিবাহবিচ্ছেদ নিয়ে এই মুহূর্তে কোনও কথা বলতে পারছি না। তবে সময় এলেই বলব।
বছর শুরুতেই নুসরাত-নিখিলের সম্পর্কের টানাপোড়েনের খবর প্রকাশিত হয় ভারতের প্রথম সারির বাংলা গণমাধ্যমে। যদিও সে সময় তাদের দাম্পত্য জীবনে সমস্যার কথা স্বীকার করে সমাধানের চেষ্টা করছেন বলে জানান তিনি। যদিও অক্টোবরের পর থেকে নিখিল ও নুসরাতের ইনস্টাগ্রাম প্রোফাইলে তাদের একসাথে কোন দেখা যায়নি। এর মধ্যেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়েও গুঞ্জন ওঠে।
Leave a Reply