1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 4:20 pm

কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে বাস নিয়ন্ত্রন হারিয়ে ১০ জন আহত

  • প্রকাশিত সময় Saturday, June 18, 2022
  • 111 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা- কুষ্টিয়া হাইওয়ে সড়কে দ্রতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০ জন আহত হয়েছে।স্থানীয় সুত্রে জানাজায় বাসটি পাটিকা বাড়ী তাহের মোড়ে জিকে  ক্যানেলে উল্টে পড়ে। গতকাল সকাল ৭ টায় দিকে  চুয়াডাঙ্গা থেকে  কুষ্টিয়াগামী বাসটি আলমডাঙ্গা পাটিকাবাড়ি গ্রামের কাছাকাছি তাহের মোড়ে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে,বাসটি উল্টে জিকে পাস ক্যানালে  পড়ে যায়। এতে কোন প্রাণনাশের ঘটনা না ঘটলেও প্রায় ১০জনের মতো আহত হয়,  স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে  আলমডাঙ্গা হারদী  হাসপাতাল,ফাতেমা ক্লিনিকে ও কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়।ফাতেমা ক্লিনিকে গোবিন্দপুর গ্রামের আলম হোসেনের ছেলে হায়াত আলী (৫৫),একই গ্রামের মন্টু মিয়া (৬০),আলমডাঙ্গা আলিফউদ্দিন রোর্ডের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ ও তার স্ত্রী,এতের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়,তবে হায়াত আলীর অবস্থা আশঙ্খা জনক থাকায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে। প্রত্যক্ষদর্শীরা জানান চলন্ত গাড়িটির গতি না কমিয়েই মোড় থেকে ইউটার্ন করার সময় এ দুর্ঘটনা ঘটে। অবস্থা বেগতিক হওয়ায় চলন্ত গাড়ি থেকে  বাসটির চালক রাসেলসহ, সুপারভাইজার, হেল্পার সবাই  লাফিয়ে  পালিয়ে যায়। বাসটির নাম্বার ঢাকা, মেট্রো- জ ১১-০৩৪৫।প্রাথমিক  ভাবে জানা যায় বাসটির মালিকের বাড়ি চুয়াডাঙ্গাতে। প্রায় ৪০ জন যাত্রী বহন করা বাসটির সবাই ভাগ্যের জোরে বেঁচে গেলেও, বাসের সামনের গ্লাসসহ, সাইডের জানালার গ্লাস গুলো ভেঙে যায় এবং প্রাথমিকভাবে আরো কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মালিকপক্ষ ও স্থানীয?দের সহযোগিতায় ক্রেনের মাধ্যমে বাসটি উদ্ধারে তৎপরতা চলছে এবং রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640