আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গার ফরিদপুরে বজ্রপাতে রহিম উদ্দিন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর বাগান দোপ মাঠে কৃষি কাজ করার সময় এ ঘটনা ঘটেছে। নিহত রহিম উদ্দিন আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বলো জোয়াদ্দারের ছেলে। ফরিদপুর গ্রামের পশু চিকিৎসক রমজান এই প্রতিবেদক কে এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতের পরিবার জানান, নিহত রহিম মাঠে কৃষি কাজ করছিলেন । প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় মাঠে ধানের ক্ষেতে আইল কাটছিলো। এসময় হঠাৎ বজ্রপাতে সে ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, খবর পেয়ে ফরিদপুরে পুলিশ পাঠানো হয়েছে।নিহত রহিম জর্দার আলমডাঙ্গা নাগরিক নাট্যাঙ্গনের যুগ্ম সাধারন সম্পাদক নাট্যশিল্পি ডাঃ রমজানের চাচা।
Leave a Reply