কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চরসাদিপুর ইউনিয়নর ভৈরবপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম মো. আইয়ুব আলী (৭০)। তিনি ওই এলাকার মৃত কলিমুদ্দিনের ছেলে। অপরদিকে ঘটনার শিকার শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১ টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরছিল শিশুটি। এসময় চকলেটের লোভ দেখিয়ে কৌশলে বৃদ্ধ আইয়ুব আলী শিশুটিকে নিজবাড়িতে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে পুলিশ বুধবার সকালে ঘটনায় জড়িত সন্দেহে আইয়ুব আলীকে আটক করে। আর শিশুটিকে হাসাপাতালে পাঠায়। শিশুটির মা বলেন, মেয়ে স্কুল থেকে বাড়িতে ফিরছিল। এসময় চকলেটের লোভ দেখিয়ে আইয়ুব আলী মেয়েকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং খারাপ কাজ করে। থানায় অভিযোগ দিয়েছি। আইয়ুব আলীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এবিষয়ে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ বলেন, ঘটনাটি শুনেছি। সুষ্ঠ তদন্ত হওয়া দরকার। থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, শিশুটির বাবা অভিযোগ দিয়েছেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply