কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় ঘাতকদের ছোড়া বুলেটাঘাতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ, দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাব চত্বরে প্রবীন সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত এই মানব বন্ধনে বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ এই প্রতিবাদ কর্মসূচীতে অংশ নিয়ে সংহতি জানান। এসময় বক্তরা বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষমতাসীন রাজনৈতিক দলের গ্রুপিং দ্বন্দে সৃষ্ঠ সংঘর্ষের চিত্রধারণ ও সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকালে বুলেটবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারসহ বিচার করতে হবে।
Leave a Reply