মনোজিত মন্ডল ,খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় ম্যাচে রাজবাড়ী জেলা ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। আব্দুল মজিদ ফাউন্ডেশন( খোকসা, কুষ্টিয়া) এর আয়োজনে শুক্রবার বিকেলে খোকসা উপজেলা সরকারি পাইলট মাঠ প্রাঙ্গনে খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় উপস্থিত ছিলেন সাবেক জানিপুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী , উপজেলা যুবলীগের আহ্বায়ক বাপ্পি আহমেদ রাজু, সহ প্রমুখ। উক্ত টুর্ণামেন্টে নট আউট পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে মোট আট দল অংশগ্রহণ এর মাধ্যমে নট আউট পর্বের খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪ম্যাচ, সেমিফাইনালে দুইটা ম্যাচ ,ফাইনাল একটি ম্যাচ সহ মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ ও রাজবাড়ী জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত হলে সরাসরি টাইব্রেকারে সিদ্ধান্তে উপনীত হয়। ট্রাইব্রেকারে রাজবাড়ী জেলা একাদশ ৪-২ গোলে কুষ্টিয়া ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ করে নেয়। আগামী শনিবার ১১-০৬-২০২২ তারিখে এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ একই মাঠে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করবে। উক্ত খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত।
Leave a Reply