1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 4:59 pm

মায়াবী আলোতে অদ্ভুত ভালোবাসার ছবি পরীমনির

  • প্রকাশিত সময় Friday, June 10, 2022
  • 97 বার পড়া হয়েছে

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সন্তান ধারণ করবার পর যেন অন্য জন্ম পেয়েছেন। অন্তঃসত্ত্বা সময়টাকে সুন্দরভাবে উপভোগ করছেন। বরাবরই তিনি নিজের মেজাজে চলেন। বিতর্কিত হন বা নিন্দিত হন, আমল দেন না তেমন। কিন্তু সাম্প্রতিক কালে তার ফেসবুক পোস্টে লেখা কথা ও ছবি সকলের মন আনন্দে ভরিয়ে রেখেছে। পরীমনির ঘনিষ্ঠজনেরা বলছেন, জীবন থেকে যেমন শিক্ষা নিয়েছেন পরীমনি, তেমনই স্বামী শরিফুল রাজের সরল সুন্দর ভালবাসা তাকে গভীর করে তুলেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার অন্তঃসত্বা হওয়ার ছবি প্রকাশ করেছেন পরীমনি, যা ভক্তদের খুশি করেছে। চমৎকার উপস্থাপনায় সমাজকে দিয়েছেন মুক্তমনা নারীর নিজস্ব স্বাধীনতার স্পর্শ।
বুধবার সন্ধ্যায় ফেসবুকে একটি অদ্ভুত ভালবাসার ছবি পোস্ট করেছেন পরীমনি। গাছের নিবিড় সান্নিধ্যে স্বামী অভিনেতা শরিফুল রাজের কোলে আধশোয়া হয়ে আছেন তিনি। শরিফুল তাকে জড়িয়ে ধরে রেখেছেন আলতো ভঙ্গিতে। পরিমনির মাতৃত্বের চিহ্ন এখানে যেন জীবনের মধুর পরম্পরার কথা বলছে চুপচাপ। আনন্দবাজার অনলাইনকে পরীমনি জানিয়েছেন ছবিটি ঈদের ছুটি কাটানোর সময় কক্সবাজারে তোলা।
ফেসবুক পোস্টে ছবিটির সঙ্গে পরীমনির কথাগুলিও সুন্দর কবিত্বময়। লিখেছেন, “আমি এত এত বার লিখতে চেয়েছি কিছুৃপারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি। কী যে মায়া! এমন মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।”
এই পোস্টে শুভাকাক্সক্ষীদের সঙ্গে মন্তব্য করেছেন রাজও। রাজ লিখেছেন, “হে ভালবাসা, তুমি আমার পৃথিবীকে উজ্জ্বল রঙে এঁকেছো এবং আমার জীবনকে করে তুলেছ অর্থবহ।”
পরীমনি-রাজের ভালবাসা পূর্ণতার দিকে চলেছে। এগিয়ে আসছে নতুন শিশুর জন্মের শুভক্ষণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640