রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা। এ সপ্তাহে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পুতিনের সঙ্গে ফোনালাপ করা নাৎসি নেতা এডলফ হিটলারের সঙ্গে কথা বলার মতোই ব্যাপার।
ইউক্রেইনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরাসরি পুতিনের সঙ্গে ফোনালাপ চালিয়ে গেছেন।
পুতিনের সঙ্গে “এই ধরনের আলাপ কেবল অবৈধ ইউক্রেইন যুদ্ধকেই বৈধতা দেওয়া” বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুডা। জার্মানির বিল্ড পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বুধবার সাক্ষাৎকারটি প্রথম ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সম্প্রতি বলেছেন, রাশিয়াকে ‘হেয়’ করা উচিত নয়। কারণ, এতে করে ইউক্রেইনে কোনোদিন যুদ্ধ থেমে যাওয়ার পর আমাদের জন্য কূটনৈতিক পন্থায় সমস্যা মিটিয়ে ফেলার পথ খোলা থাকবে।
বিশেষত ম্যাক্রোঁর এমন কথারই কড়া সমালোচনা করেছেন আন্দ্রেজ ডুডা। তিনি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি অ্যাডলফ হিটলারের সঙ্গে কেউ এভাবে কথা বলেছিল? কেউ কি বলেছিল অ্যাডলফ হিটলারকে মুখ রক্ষা করতে দিতে হবে? আমাদেরকে এমনভাবে চলতে হবে যাতে অ্যাডলফ হিটলার অপমানিত না হন? এমন কথা আমি শুনিনি।”
গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া নিজেদের নিরাপত্তায় হুমকি দূর করতে ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর কথা বলে সেখানে আগ্রাসন শুরু করেছে। তারপর থেকে চলমান যুদ্ধে ইউক্রেইনের অনেক নগরী ধ্বংস হয়েছে, অনেক মানুষ মারা গেছে এবং ৭০ লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে।
ইউক্রেইন এবং এর পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়ার এই আগ্রাসনকে ভূমি দখলের জন্য কোনও উস্কানি ছাড়াই আক্রমণ বলে বর্ণনা করেছে।
ইউক্রেইনে এই যুদ্ধ চলার মাঝেই গত ২৮ মে পুতিনের সঙ্গে এক যৌথ ফোনকলে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানার আটক ২,৫০০ ইউক্রেইনীয় যোদ্ধাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলার জন্যও তারা পুতিনকে আহ্বান জানিয়েছিলেন বলে জানিয়েছে ম্যাক্রোঁর কার্যালয়।
Leave a Reply