খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা পৌরসভা বাজার পার্কিং ইজারা নিয়ে কুষ্টিয়া- রাজবাড়ী হাইওয়ে মহাসড়কে লাঠির ভয় দেখিয়ে গাড়ির গতিবেগ করে সকল প্রকার যানবাহনের নিকট থেকে নেয়া হচ্ছে জোরপূর্বক চাঁদা আদায়। বাসস্ট্যান্ডের চতুর্দিকে বিভিন্ন পয়েন্টে পৌর টোল আদায়ের নামে মালবাহী সকল প্রকার ট্রাক, অটো ভ্যান, ইজিবাইক, সিএনজি ও মাহিন্দ্র থেকে ১০/২০/ও ৫০ টাকা করে প্রকাশ্যে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন খোকসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও কুষ্টিয়া ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন ১১১৮ শ্রমিক নেতা শহিদুল ইসলাম সাইদুল। গতকাল ৯ জুন বৃহস্পতিবার বিকেলের দিকে শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে র্যালি বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ করেন। এবং বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায় শ্রমিক লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠানে এ সকল বিষয়ে মন্তব্য করেন। শ্রমিক লীগ নেতারা বলেন আমরা সবসময় প্রস্তুত আছি জামাত-বিএনপি নৈরাজ্য প্রতিহত করার জন্য। এবং সে সময় তিনি আরো বলেন আমার খেটেখাওয়া শ্রমিকেরা চাঁদাবাজির কবলে পড়ে আজ সর্ব শান্ত হচ্ছে হাইওয়ে চাঁদাবাজি নিয়ে প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই কেন? চাঁদাবাজি বন্ধ করার জন্য উপজেলা নির্বাহি অফিসার,থানা অফিসার ইনচার্জ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবগত করেন। এবং তিনি আরও বলেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে তাঁরা বিভিন্ন কর্মসূচি ও পরিবহন ধর্মঘটেরও হুমকি দেন।
Leave a Reply