বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কেনা ড্যাশ ৮–৪০০ মডেলের নতুন উড়োজাহাজ দেশে আসছে আজ বুধবার।
মঙ্গলবার কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বোম্বার্ডিয়ার অ্যারোস্পেস থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে প্লেনটি।
বিমান সূত্র বলছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ ৮–৪০০ উড়োজাহাজের দ্বিতীয়টি বুধবার দেশে আসছে। ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮–৪০০ প্লেনটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ–সুবিধা সমৃদ্ধ। তৃতীয় উড়োজাহাজটি আগামী মার্চে দেশে আসার কথা রয়েছে।
বর্তমানে বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি, এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭–৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭–৮, ২টি বোয়িং ৭৮৭–৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮–৪০০ উড়োজাহাজ। নতুন উড়োজাহাজ যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ২০–এ।
Leave a Reply