কাগজ প্রতিবেদক ॥ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নে ভিত-সন্ত্রস্ত হয়ে বিএনপি এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে দেশ বিরোধী কাজে আত্মনিয়োগ করেছে। গতকাল দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে বিএডিসির ৭ কিঃ মিঃ খাল খনন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেতাদেরকে ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এই ধরণের বক্তব্য, শ্লোগান প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশে পঁচাত্তর দ্বিতীয়বার হবে না। যারা এখনো বসে এসব স্বপ্ন দেখেন তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আপনাদের প্রভু পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেইনি। আওয়ামীলীগের লাখ লাখ নেতা-কর্মী এখনো শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত। অবিলম্বে জাতির কাছে ক্ষমা চান। অন্যথায় দেশের জনগণ আপনাদেরকে রাজপথে প্রতিরোধ করবে।
মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর খুনীদেরকে জিয়াউর রহমান পৃষ্ঠপোষকতা করেছেন উল্লেখ্য করে মাহবুবউল আলম হানিফ বলেন, তিনি খুনীদের পুরস্কৃত করেছিলেন। সেই জিয়াউর রহমানের গড়া দল বিএনপি আজকে ষড়যন্ত্র করছে। রাজপথে নেমে কথায় কথায় স্লোগান দিচ্ছে ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’। এর মানে কি বুঝায়? পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল যেসব হত্যাকারীরা তাদের নেপথ্যে মূল ভূমিকা রেখেছিল জিয়াউর রহমান। এসব স্লোগানের মধ্যদিয়ে প্রমাণ পঁচাত্তরের হত্যাকান্ডে জড়িত ছিলেন তিনি।
হানিফ বলেন, বিএনপি নামক সন্ত্রাসী দল কথায় কথায় মানবতার কান্না করে। তারা ক্ষমতায় থাকাকালে আওয়ামীলীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিল। এই চন্দ্রগঞ্জে তাদের নৃশংসতা, ভয়াবহতায় ৩৯ জন নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন। এই সমস্ত কর্মকান্ডের মধ্যদিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা একটা সন্ত্রাসী দল। গত ১২ বছরে সরকারের উন্নয়ন তুলে ধরে হানিফ বলেন, এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নমুলক কর্মকান্ড হয়েছে। আজকে তার সুফল বাংলার মানুষ পাচ্ছে। এদেশের মানুষের অধিকার আদায়, স্বাধীনতার ও অর্থনৈতিক মুক্তির জন্য এই জাতিকে নেতৃত্ব দিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন। তিনি নানা সময়ে ১৪ বছর কারাগারে ছিলেন। তার লক্ষ্য ছিল একটাই, বাঙালির মুক্তির জন্য, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির লড়াই। যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়ার জন্য তিনি মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তাকে হত্যা করায় ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়ার সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ সেই স্বপ্ন পূরণের স্বপ্ন দেখছে উল্লেখ্য করে হানিফ বলেন, বিএনপি-জামায়াতের আমলে দেশে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিলো। আজ শেখ হাসিনার নেতৃত্বে আমরা ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি। বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। বিদ্যুৎ এখন আর আসে যায় না, বিদ্যুৎ এখন সার্বক্ষণিক থাকে। ৪০ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতির দেশ ছিলো। আজকে আমরা খাদ্যে স্বয়ং সম্পুর্ণ দেশ। রাস্তাঘাট, স্কুল-কলেজ হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। কর্ণফুলী টানেল, পটুয়াখালী পায়রা বন্দর, মাতারবাড়িতে বিদ্যুৎকেন্দ্রসহ অজস্র উন্নয়নমুলক কর্মকান্ড হয়েছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এরমধ্যে প্রমাণ রাষ্ট্রপরিচালনায় শেখ হাসিনার নেতৃত্ব থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি হয়।
বিএনপি শাসনামলের দুরবস্থা থেকে বাংলাদেশের উত্তরণের প্রসঙ্গে টেনে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মানুষ হত্যা, লুটপাট ছাড়াও দেশের জন্য কল্যাণ করতে পারেনি। শেখ হাসিনা শুধু উন্নয়নমুলক কর্মকান্ড করে ক্ষান্ত হননি। গ্রামবাংলার দরিদ্র, অসহায় মানুষের জন্য ৪৪ ধরনের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। শেখ হাসিনার কারণে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার ম্যাজিক হচ্ছে তার দেশপ্রেম, জনগণের প্রতি তাঁর কমিটমেন্ট, দক্ষতা এবং বিচক্ষণতা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের কাছে সরকারের উন্নয়নের কথা যদি সঠিকভাবে তুলে ধরতে পারেন তাহলে এদেশের মানুষের শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামীলীগের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সরকারের নামে মিথ্যাচার করছে। অতএব আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, দলের উন্নয়নমুলক কর্মকান্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরে তাদের পাশে থাকতে হবে। এ সময় বিএডিসি সেচ পরিচালক, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক, আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু ফকিরসহ দলীয় নেতা কর্মিরা।
Leave a Reply