কাগজ প্রতিবেদক ॥ গত ১৩ ফেব্রুয়ারী থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৪৭(পাঁচশত সাতচল্লিশ) বোতল মদ, ১,৬৩০(এক হাজার ছয়শত ত্রিশ) বোতল ফেন্সিডিল, ১৪,০৮২(চৌদ্দ হাজার বিরাশি) পিস ইয়াবা ট্যাবলেট, ২২(বাইশ) কেজি গাঁজা এবং ১.৬৩৫(এক কেজি ছয়শত পঁয়ত্রিশ গ্রাম) কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২,৪৪,৪৯,৮০০/- (দুই কোটি চুয়াল্লিশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশত) টাকা। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে মেহেরপুর জেলার মেহেরপুর সদর ও গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪১(একশত একচল্লিশ) বোতল মদ, ১২৬(একশত ছাব্বিশ) বোতল ফেন্সিডিল এবং ৩২(বত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২,৭৪,৭০০/- (দুই লক্ষ চুয়াত্তর হাজার সাতশত) টাকা।
Leave a Reply