খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে গাছের চাপায় তিন বছরের শিশু কনক পাড়ইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । কনক পাড়ই সাতপাখিয়া গ্রামের ইন্দ্রজিত ‘র মেজো ছেলে । গতকাল সোমবার এগারোটার দিকে গাছের চাপায় দুর্ঘটনা জনিত তার মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। শিশুটির মা কল্পনা রানী পাড়ই সাংবাদিকদের জানান ,আমার বাড়ির পাশে মনিরুল খাঁ’র খেজুর গাছটি রুস্তম মল্লিক ও আফজাল শেখ কাটছিল। এ সময় আমার শিশুটি খেলার ছলে মনিরুলের বাড়িতে যাই। মনিরুলের ঘরের বারান্দায় আমার ছেলেটি খেলা করছিল। আমিও ওই ঘরের বারান্দায় বসেছিলাম । এমন সময় গাছটি কাটার শেষ পর্যায়ে আমার ছেলে বারান্দায় খেলছিল । গাছটি পূর্বদিকে মাটিতে পড়ার সময় গাছের গোড়া পশ্চিম দিকে প্রায়ই ১০ থেকে ১২ হাত দূরে ছুটে যায়। গাছের গোড়া ছুটে গেলে আমার শিশুটি গাছের চাপা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এটা আমার ভাগ্যের দোষ। তখন আমি চিৎকার দিলে আমার স্বামী ইন্দ্রজিৎ পাড়ই সেখানে ছুটে আসে। গাছের নিচ থেকে ছেলেটিকে বের করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এখানে কারোর কোন দোষ নেই । এ বিষয়ে রোস্তম মল্লিক এর সাথে কথা হলে তিনি জানান আমরা গাছটি কাটছিলাম। আসলে গাছটি এত দূরে ছুটে যাবে আমরা সেটা ভাবি নাই। আসলে এটি একটি দুর্ঘটনা। উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা বলেন , আসলে বিষয়টি একটি দুঃখজনক ঘটনা। এটি একটি দুর্ঘটনা বলেই আমি মনে করি । স্থানীয় সুশীল সমাজের দাবি আসলে যে কোন কাজ সর্তকতা ভাবেই করা উচিত। তবে সর্তকতা অবলম্বন করলে এরকম দুর্ঘটনা ঘটতো না। সকলকে সতর্ক তা ভাবে কাজ করার জন্য অনুরোধ জানান। খোকসা উপজেলা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন , শিশুটির মৃত্যুর ঘটনাটির সত্যতা স্বীকার করেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি বলেন। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।
Leave a Reply