কাগজ প্রতিবেদক ॥ জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে আজও অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ভিসি অফিস-কক্ষে আজ (১৭মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পক্ষ থেকে বিভাগের সভাপতি এ এইচ এম নাহিদ, সহকারী অধ্যাপক আতিফা কাফি ও মোঃ হাফিজুল ইসলাম ফুলের তোড়া দিয়ে উপাচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যকে অভিনন্দন জানিয়েছেন। সংগঠনটির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালনের নেতৃত্বে সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, সাবেক সহ-সভাপতি আল আমিন জোয়ার্দার, বাঁধন, আরিফ, সাকিব, মাইনুল, মনির প্রমূখ ভিসি অফিস-কক্ষে ফুলের তোড়া দিয়ে উপাচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
Leave a Reply