কাগজ প্রতিবেদক ॥ পবিত্র রমজান, মে দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ২১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত মোট ২৩ দিন ছুটি পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এছাড়া ২৮ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামী ২৮ এপ্রিল সকাল ১০ টায় আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটি শেষে আগামী ১২ মে সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে।
Leave a Reply