1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:42 am

ফায়দা লুটতে বিএনপি-জামায়াত দেশকে নিয়ে বিতর্কিত কথা বার্তা বলে ঃ আ ফ ম বাহাউদ্দীন নাসিম

  • প্রকাশিত সময় Sunday, April 17, 2022
  • 132 বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি ॥ আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে যারা বদ্ধ রাষ্ট্রে পরিনত করতে চাই, সেই বাংলাদেশকে যারা অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্টা করতে চাই, রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি-জামায়াত যারা সব সময় দেশকে নিয়ে বিতর্কিত কথা বার্তা বলে দেশকে দেওলিয়া করে রাজনৈতিক ফয়দা লুটতে চাই, তারা মিথ্যাচারে লিপ্ত বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারই সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা গুলো বলেন। তিনি আরো বলেন, শ্রীলঙ্কা আজ কি কারনে দেওলিয়া হয়েছে তা সবাই জানে। পাকিস্থানও এক সময় দেওলিয়া হয়েছে। তাদের দেওলিয়া হওয়ার পিছনে দূর্ণীতি, দেশের জনগনের স্বার্থের চেয়ে একটি স্বার্থবাদী গোষ্টির স্বার্থ হাসিল, শ্রীলঙ্কার অর্থনীতি টুরিজমের উপর নির্ভর করে। তাদের অবস্তা ভেঙে পড়েছে। শ্রীলঙ্কা কখনোই খাদ্য উদ্বৃত্ত ছিল না। তারা আমদানির উপর নির্ভরশীল। বাংলাদেশ অর্থনৈতি, প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অনেক শক্তিশালি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনেক কথাই বলেন তার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্য তা দেশবাসীই জানেন। খালেদা জিয়া দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। এই মামলা আওয়ামীলীগ সরকার দেয়নি, তত্বাবধায়ক সরকারের আমলে মামলা হয়েছে, সেই মামলার রায় হয়েছে। বরং জননেত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় তাকে বাড়ীতে থাকার অনুমতি দিয়েছে বলেও জানান তিনি।  এর আগে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয় মুজিবনগর দিবসের কার্যক্রম। রবিবার (১৭এপ্রিল) সকাল ১০ টার দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় নেতৃবৃন্দ। এর পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন তারা। বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড ও গার্ড অব অনার ও কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে শেখ হাসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশনেন জাতীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক। বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের সভাপতিত্বে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে জল মাটি ও মানুষ নামের গীতিনাট্য পরিবেশনা করা হয়। এছাড়া মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ আওয়ামীলীগের নেতা-কর্মী, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারিসহ এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640