কাগজ প্রতিবেদক ॥ ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুমারখালী পৌরসভার উন্নয়ন, সেবা, পয়ঃনিষ্কাশনসহ কোন কাজেরই নেই কোন তদারকি। এমন বাস্তব অবস্থায় পৌরসভার দুর্গাপুর গোরস্তান এলাকায় পানি সরবরাহের পাইপ ফেটে বের হচ্ছে পানিকুমারখালী পৌরসভার দুর্গাপুর গোরস্তান এলাকায় পানি সরবরাহের পাইপ ফেটে বের হচ্ছে পানি। তাতে খেলছে বাচ্চারা। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার পানি সরবরাহ লাইনের দুই স্থানে পাইপ ফেটে এক সপ্তাহ ধরে পানি বের হচ্ছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ফলে পানি সংকটের সম্ভাবনা দেখছেন পৌরবাসী। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গোরস্থান সড়ক এবং উপজেলা পরিষদ সড়কের দুটি স্থানে সরবরাহ লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছে। গতকাল সকালে সরেজমিন দেখা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গোরস্থান সড়ক এবং উপজেলা পরিষদ সড়কের দুটি স্থানে সরবরাহ লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছে। সেই পানিতে বাচ্চারা খেলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পৌরবাসী বলেন, প্রায় এক সপ্তাহ ধরে এভাবে পাইপ ফেটে পানি বের হচ্ছে। কিন্তু পৌর কর্তৃপক্ষের কোনো খোঁজ নেই। একটি বিদ্যুতের খুঁটির গোড়া থেকেও পানি বের হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শুষ্ক মৌসুমে এমনিতেই পানি সংকট থাকে। আর এভাবে পানি বের হলে আরও বেশি পানি সংকট দেখা যাবে। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার। পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীনুর রহমান শাহীন বলেন, পাইপ ফেটে পানি বের হওয়ার খবর শুনে পরিদর্শন করেছি। পৌরসভার পানি সেকশনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।
Leave a Reply