কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে সোসাইটির কার্যালয়ে দুদিন ব্যাপী (কুষ্টিয়া জেলা পরিষদের ডাকবাংলা চত্বরে) কুষ্টিয়া সদর উপজেলার ১ হাজার অসহায় নারী প্রধান পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে। ডেনিস রেডক্রস এর সহায়তায় কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্তদের মাঝে জন প্রতি ৪ হাজার ৫ শত টাকা করে এ সহায়তা দেওয়া হয়। ২দিনব্যাপী অর্থ বিতরণ অনুষ্ঠানের গতকাল প্রথম দিন ৫০১ জনকে অর্থ প্রদান করা হয়। বুধবার উদ্ধোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক শামসুর রহমান বাবু, কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি চৌধুরী মুর্শেদ আলম মধু, কুষ্টিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়ার কার্য নির্বাহী সদস্য সাজেদা হোসেন, সেলিম আহমেদ সেলিম, আব্দুর রাজ্জাক বাচ্চু, মোহাম্মদ সামসুর রহমান বাবু, আব্দুল লতিফ, এ্যাড. আক্তারুজ্জামান মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন ডেনিশ রেডক্রসের ডেলিগেট লিয়া জিমিরা একলার, ক্যাশ কনসালটেন্ট ফয়সাল কবির, জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি তানজীম হাসান সহ যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের যুব সদস্যবৃন্দ, কুষ্টিয়া পোষ্ট অফিসের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট অফিসার সাঈদ মো: শামীম রহমান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এমন উদ্যোগকে কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সাধুবাদ জানান। তিনি বলেন, মানবতাই মূল এই বিষয়কে সামনে রেখে মানুষের বিপদে আপদে পাশে থাকাটা মানবতা। কোভিড-১৯ করোনা ভাইরাসের শুরু থেকে যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত লকডাউনে থাকা নিম্নআয়ের ঘরবন্ধি মানুষের পাশে দাঁড়িয়েছি সেটাই মানবিকতা দেখানো। এসময় আজগর আলী বলেন, সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করেছে। কোভিড-১৯ এর সময়ে রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা কুষ্টিয়া সহ সারা দেশে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে এবং স্থানীয় প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করছে। সকলের সম্মেলিত প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সফল হবে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিন ৪৯৯ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply