কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে কাপড়ের হাট থেকে শাহ আমানতসহ বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ লুঙ্গির নকল লেবেলসহ একজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঐতিহ্যবাহী কুমারখালী কাপড়ের হাটের একটি দোকানে অভিযান চালায় সিআইডি। সেখানে আরজু নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছে শাহ আমানতসহ বিভিন্ন কোম্পানির অন্তত ২০ হাজার লুঙ্গির নকল লেবেল পাওয়া যায়। এসব লেবেল সাধারণ কাপড়ের গায়ে লাগিয়ে ভোক্তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে একটি চক্র। অভিযানে নেতৃত্ব দেন সিআইডির ইন্সপেক্টর হারুন অর রশীদ। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র লুঙ্গিতে নকল লেবেল লাগিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতরণা করে আসছিলেন। এ চক্রের সঙ্গে শুধু আরজু নয়, আরও অনেকে জড়িত। এর সঙ্গে যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে।
Leave a Reply