কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের কাজ করানো হচ্ছে চেয়ারম্যানের পছন্দের (বহিরাগত ব্যক্তি) লোকদের দিয়ে। এমন অভিযোগ করেছেন একাধিক ইউপি সচিব ও উদ্যোক্তারা। খোঁজ নিয়ে জানাগেছে, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার এগারোটি ইউনিয়নের কোথাও দুই জন কোথাও একজন বহিরাগত ব্যক্তি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের আলাদা একটি কক্ষে কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে বসতে শুরু করেন। এর কিছুদিনের মধ্যে তারা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ন্যায় কার্যক্রম শুরু করেন। অল্প দিনের ব্যবধানে এই বহিরাগত ব্যক্তিরা বিকল্প উদ্যোক্তা নামে পরিচিতি পেয়ে গেছে। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের কাজ কিভাবে বহিরাগত ব্যক্তিরা করছেন এ নিয়ে ইউপি সচিব ও চেয়ারম্যানদের কাছে অভিযোগ করে কোন সুরাহা হয়নি। বরং বহিরাগত ব্যক্তিরা জন্মনিবন্ধনের আবেদন করলে তা অর্ধেক টাকার বিনিময়ে প্রিন্ট করে দিয়ে বাধ্য করা হচ্ছে উদ্যোক্তাদের। তারা আরো বলেন, কুমারখালী উপজেলার এগারো ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নেই চেয়ারম্যানদের মনোনীত বহিরাগত ব্যক্তিদের পরিষদের আলাদা কক্ষে বসানো হয়েছে। তারা সম্পূর্ণ অবৈধভাবে ইউনিয়ন পরিষদে বসে অনলাইনে আবেদন সহ ডিজিটাল সেন্টারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং সাধারন মানুষ হয়রানী ও প্রতারনার শিকার হচ্ছেন। এ ছাড়াও তাদেরকে যে কোন মুহুর্তে ইউনিয়ন পরিষদ থেকে বের দেওয়ার হুমকী সহ অশালীন ভাষায় গালিগালাজ ও অসৌজন্যমুলক আচরণ করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সচিব জানান, চেয়ারম্যানরা তাদের মনোনীত লোকদের দায়িত্ব দিয়েছেন বিকল্প উদ্যোক্তা হিসাবে। তারা ইউনিয়ন পরিষদের আলাদ কক্ষে বসেই অনলাইনে আবেদনসহ নানা ধরনের কাজ করছে। এ নিয়ে নানাগুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ঠ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ ব্যাপারে উপজেলার যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বর্তমানে জন্মনিবন্ধন সহ অন্যান্য কাজের চাপ বেশি থাকায় দুইজন ব্যক্তিকে দিয়ে অনলাইনে আবেদন সহ ফরম পূরণে সহযোগীতা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তারা স্বেচ্ছায় কাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ঠ প্রশাসনের অনুমোতি নেওয়া হয়নি কিংবা অবগত করা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল জানান, উদ্যোক্তাদের কাজ বিকল্প ব্যক্তিদের দিয়ে করানো হচ্ছে এমন কথা শুনেছি। খুব শিঘ্রই এ বিষয়ে চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাদের ডেকে সমন্বয় সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply