কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ একটি অর্থনৈতিক বিশ্লেষণ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় অর্থনীতি বিভাগের আয়োজনে বিভাগের কম্পিউটার ল্যাবে এটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা’র সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ। বিশেষ অতিথি হিসেবে বিভাগের জৈষ্ঠ্য অধ্যাপক ড. আব্দুল মুঈদ বক্তব্য রাখেন।
বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার তত্ত্বাবধানে সেমিনারে গবেষণা উপস্থাপন করেন সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ। সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
Leave a Reply