বলিউডের আলোচিত জুটি ইশান খাট্টার ও অনন্যা পা-ের তিন বছর প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। এটি তাদের যৌথ সিদ্ধান্ত। তবে দু’জনের মধ্যে বন্ধুত্ব বজায় রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমকে ইশান ও অন্যন্যার একটি ঘনিষ্ট সূত্র জানায়, ‘‘খালি পিলি’ সিনেমায় কাজ করার সময় ইশান-অনন্যার ঘনিষ্ঠতা বাড়ে। এরপর টানা ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। তবে আলোচনা করেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।’’
বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে সূত্রটির দাবি, ‘বন্ধু হিসেবে তাদের সবকিছুই ঠিক আছে। তবে তারা বুঝতে পেরেছেন তাদের অনেক কিছুই ভিন্ন। আর এ কারণে যৌথভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ’
তবে প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব বজায় রাখবেন তারা। শুধু তাই নয়, একসঙ্গে সিনেমা করতে আপত্তি নেই তাদের।
এদিকে শোনা যাচ্ছে, ‘গেহরাইয়াঁ’ সিনেমার পর অনন্যার সঙ্গে নাকি সিদ্ধান্ত চতুর্বেদীর মেলামেশা বেড়েছে। সিদ্ধান্তের কারণেই নাকি ইশানকে ছেড়েছেন অনন্যা! তবে এ নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে চাননি ইশান বা অনন্যা কেউই।
অনন্যা ও ইশান একসঙ্গে একটি সিনেমায় কাজ করেছেন। সিনেমার নাম ‘খালি পিলি’। এটি বক্স অফিসে মুখ থুবরে পড়লেও অনন্যা ও ইশানের রোমান্স দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল।
Leave a Reply