কাগজ প্রতিবেদক ॥ কিশোর গ্যাং, গুম, হত্যা, ছিনতাই, মাদক এবং যে কোন নাশকতা পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহনের সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। গতকাল সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে নবাগত জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে জেলা আইনশৃংলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বক্তারা এ সিন্ধান্ত গ্রহনের একমত পোষণ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি হাজ্বী গোলাম মহাসিন প্রমুখ। সম্প্রতি কুষ্টিয়ায় হটাৎ করেই আইনশৃংলা পরিস্থিতির অবনতি হওয়ায় কমিটির নেতৃবৃন্দ এ সিন্ধান্ত গ্রহন করে। উল্লেখ্য, দীর্ঘ ২৮ মাস দায়িত্বপালন শেষে গতকাল বিদায়ী জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বদলী হওয়ায় তার স্থলে নতুন জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের দায়িত্বগ্রহনকালে প্রথম সভায় জেলার আইনশৃংলা উন্নতিকল্পে বেশ কিছু কার্যকর সিন্ধান্ত গ্রহন করা হয়। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম ।
Leave a Reply