1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 3:45 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

বেসামরিকদের সরাতে ফের মারিউপোলে যাচ্ছে রেড ক্রসের গাড়িবহর

  • প্রকাশিত সময় Saturday, April 2, 2022
  • 96 বার পড়া হয়েছে

ইউক্রেনের মারিউপোলে আটকা পড়া বেসামরিকদের সরিয়ে আনার লক্ষ্যে ফের রেড ক্রসের গাড়িবহর অবরুদ্ধ বন্দরনগরীটির দিকে যাচ্ছে।
শনিবার এমন এক সময়ে মারিউপোলের উদ্দেশে এই গাড়িবহর রওনা হয়েছে, যখন রুশ বাহিনী ইউক্রেইনের দক্ষিণপূর্বে নতুন উদ্যমে হামলা শুরু করতে সংগঠিত হচ্ছে।
পাঁচ সপ্তাহ ধরে চলা রাশিয়ার ‘বিশেষ’ সামরিক অভিযানের শুরুর দিকেই মারিউপোলকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছিল; ইউক্রেইনের দক্ষিণপূর্ব অঞ্চল দনবাসের এই শহরটিকে কব্জায় নেওয়াই এখন পর্যন্ত মস্কোর প্রধান ‘লক্ষ্য’ বলে মনে করা হচ্ছে।
শহরটিতে এখনও লাখো মানুষ আটকা পড়ে আছে, তারা চরম খাদ্য ও পানির ঘাটতিতে আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) শুক্রবার তাদের একটি দলের নেতৃত্বে ৫৪টির মতো বাস ও অন্যান্য গাড়ির একটি বহর পাঠালেও ‘পরিস্থিতির কারণে লোকজনকে বের করে আনা অসম্ভব’, এমনটি জানিয়ে তারা ফিরে আসে।
“শনিবার তারা ফের বেসামরিকদের নিরাপদে বের করে আনার চেষ্টা করবেন,” বিবৃতিতে বলেছে আইসিআরসি।
মার্চের শুরুতেও বেসামরিকদের বের করে আনতে উদ্যোগ নিয়েছিল রেড ক্রস; কিন্তু বের করে আনার পথ অনিরাপদ বিবেচিত হওয়ায় শেষ পর্যন্ত ওই উদ্যোগ পরিত্যাক্ত হয়।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে হামলা শুরুর পর থেকে মস্কো ও কিয়েভ বিভিন্ন শহরে মানবিক করিডোর খোলায় সম্মত হয়; যার মাধ্যমে হাজার হাজার বেসামরিক নিরাপদে সরে যাওয়ার সুযোগ পান।
আইসিআরসি বলছে, মারিউপোলে তাদের কর্মকা-ের বিষয়টি দুই পক্ষই অনুমোদন করেছে; কিন্তু মানবিক করিডোরের সময়সীমা এবং গাড়িবহরের গন্তব্যের মতো অনেক বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে।
রুশ সেনাদল এখন দনবাস অঞ্চল ও উত্তরপূর্বের খারকিভের দিকে যাচ্ছে জানিয়ে শনিবার ভোরের দিকে দেওয়া এক ভিডিও বার্তায় সতর্ক করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
“মারিউপোল পরিস্থিতির সমাধান এখনও আছে বলেই আমার আশা। সমগ্র বিশ্বের এই মানবিক বিপর্যয়ের প্রতিক্রিয়া দেখানো উচিত,” বলেছেন তিনি।
রাশিয়া বলছে, তাদের এই ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্য হচ্ছে ইউক্রেইনকে ‘নিরস্ত্রীকরণ’ ও এর শীর্ষ নেতৃত্বকে ‘নাৎসিমুক্ত’ করা।
পশ্চিমা দেশগুলো একে দেখছে আগ্রাসন হিসেব, যা হাজারও মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, ইউক্রেইনের জনসংখ্যার এক চতুর্থাংশকে ঘরছাড়া করেছে এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্নায়ুযুদ্ধ পরবর্তী সবচেয়ে উত্তেজনাকর পর্যায়ে নিয়ে গেছে।
উত্তেজনা যেন পারমাণবিক অস্ত্র পর্যন্ত না গড়ায়, সেজন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও বাতিল করে দিয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। এর আগে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি স্থগিত রাখার কথা জানানো হয়েছিল।
ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালালেও যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্ররা ইউক্রেইনে সামরিক সহযোগিতা ঠিকই পাঠাচ্ছে। শুক্রবার পেন্টাগন দেশটিকে লেজার-গাইডেড রকেট ও ড্রোন-বিধ্বংসী ব্যবস্থাপনাসহ আরও ৩০ কোটি ডলার সহযোগিতা দেওয়ারও ঘোষণা দিয়েছে।
ইউক্রেইনের প্রতিরক্ষা আরও জোরদার করতে দেশটিতে সোভিয়েত নির্মিত ট্যাংক পাঠাতেও ওয়াশিংটন এর মিত্রদের সঙ্গে কথা বলছে বলে এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এ প্রসঙ্গে রয়টার্সকে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন, সংবাদ মাধ্যমটি তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসেরও মন্তব্য নিতে পারেনি।
কয়েকদিন আগের শান্তি আলোচনায় রাশিয়া বলেছিল, তাদের নজর এখন দনবাসের দিকে।
এরপর ইউক্রেইনের রাজধানী কিইভের আশপাশের বিভিন্ন ল-ভ- গ্রাম আর পরিত্যক্ত ট্যাংক ফেলে রেখে রুশ বাহিনীকে অন্যত্র চলে যেতে দেখা যায়, জানিয়েছে রয়টার্স।
পাঁচ সপ্তাহের অভিযানে এখন পর্যন্ত ইউক্রেইনের একটিও বড় শহরের দখল নিতে না পারা রাশিয়া কিইভের আশপাশ থেকে সৈন্য প্রত্যাহারকে শান্তি আলোচনায় তাদের ‘শুভেচ্ছার নির্দশন’ হিসেবে দেখাতে চাইছে।
অন্যদিকে ইউক্রেইন ও তাদের মিত্ররা বলছে, ইউক্রেইনীয় বাহিনীর তুমুল প্রতিরোধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়া রুশ বাহিনী এখন নতুন করে সংগঠিত হতে বাধ্য হচ্ছে।
খারকিভের কাছে রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ শহরের একটি তেলের ডিপোতে শুক্রবার ইউক্রেইন হেলিকপ্টার যোগে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। হামলায় ওই তেলের ডিপোতে আগুন ধরে যায় বলে জানিয়েছে তারা।
মস্কোর কথা সত্য হলে এটি হবে রাশিয়ার ভূখ-ে চালানো ইউক্রেইনের প্রথম হামলা। তবে ইউক্রেইন এই হামলার দায়দায়িত্ব অস্বীকার করেছে।
শনিবার ভোরের আগেও ইউক্রেইনের বিভিন্ন শহরে সাইরেনের শব্দ শোনা গেছে। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ লুহানস্কের সিয়েভিয়েরোদোনেৎস্ক ও রুবিজনেতে রুশ বিমান হামলার খবর দিয়েছে।
কৃষ্ণসাগরে অবস্থিত বন্দর ওডেসার কর্মকর্তারা বলছেন, শুক্রবার তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনার রাডার লক্ষ্য করে চালানো হামলা রুখে দেওয়া হয়েছে।
তবে তাদের এই ভাষ্য যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারেনি রয়টার্স ।
ওডেসার গভর্নর মাক্সিম মার্চেঙ্কো আবাসিক একটি এলাকায় তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন। ওই ক্ষেপণাস্ত্রগুলো ক্রিমিয়া থেকে ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ২০১৪ সালে রাশিয়া এই ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয়।
রাশিয়া বলছে, তাদের অভিযানে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কোনো হামলা হচ্ছে না।
কৃষ্ণসাগরের দুই অংশে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওডেসা ও মারিওপোল সামরিক অভিযানের শুরু থেকেই রাশিয়ার প্রধান ‘লক্ষ্যস্থল’ হিসেবে বিবেচিত হচ্ছিল।
তবে অভিযানের শুরু থেকে রুশ বাহিনী যেভাবে মারিউপোলে হামলা চালিয়ে যাচ্ছে, ওডেসাতে তাদের তেমনটা করতে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640