১৭টি মোবাইল ফোন ২২টি সিম কার্ড, নগদ টাকাসহ তিন প্রতারককে গ্রেফতার
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া দৌলতপুরে রবিন আহমেদ নামের এক ব্যক্তির রকেট একাউন্ট হ্যাকিং করে ৩৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল একটি প্রতারকচক্র। রবিন আহমেদের অভিযোগের আলোকে চক্রটিকে চিহ্নিত করণ ও গ্রেপ্তারের উদ্দেশ্যে মাঠে নামে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। এই ইউনিট প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার করে গত ৩১ মার্চ রাতভর অভিযান পরিচালনা করে অজ্ঞাত নামা আসামিদের সনাক্তকরণ করে মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে তিন জন আসামিকে গ্রেপ্তার করেন ।গ্রেপ্তারকৃতরা হলেন মাগুরার শ্রীপুর থানার বরিশাট পুর্বপাড়ার হাফিজুর মোল্লার ছেলে আনোয়ার হোসেন (২৩) ও একই এলাকার গোলাম কিবরিয়ার ছেলে রায়হান উদ্দিন(২৫),সদর থানার গাংনালিয়া নতুন পাড়ার ইনসাফ মন্ডলের ছেলে আশিক মন্ডল(২২)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি মোবাইল ফোন,২২ টি মোবাইলের সিম কার্ড, একটি নেট সংযোগ অত্যাধুনিক ডিভাইস ও ১১৫৫০ টাকা জব্দ করতে সক্ষম হোন কুষ্টিয়া পুলিশ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা। কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলম শুক্রবার তার সম্মেলন কক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য প্রদান করেন। গত সপ্তাহে এই ইউনিট ১০টি মোবাইল উদ্ধার করে এবং বিশাল অপরাধ চক্রের মুলোৎপাটন করতে সক্ষম হয়।
Leave a Reply