1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 5:54 pm

বিএনপি ‘দ্বিধা বিভক্ত’ নয়, কাদেরকে ফখরুল

  • প্রকাশিত সময় Friday, April 1, 2022
  • 109 বার পড়া হয়েছে

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ‘দ্বিধা বিভক্ত’ নয়, বরং আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ।
বিএনপির নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আরেক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, তাদের নেতা খালেদা জিয়া এবং এখন তার অসুস্থতায় তারেক রহমান।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের আগের দিন বক্তব্যের জবাব এভাবেই দেন ফখরুল।
তিনি বলেন, “এটা দিবালোকের মত স্পষ্ট নতুন কোনো কথা নয়, বিএনপির নেতা এখন যিনি জীবিত আছেন তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অসুস্থতার কারণে তার অবর্তমানে আমাদের নেতা তারেক রহমান। আন্দোলনের নেতাও সেভাবে তারেক রহমান। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি দ্বিধা বিভক্ত নয়। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এবং তারেক রহমানকে দেশে ফিরে আনবেৃ।”
গত বৃহস্পতিবার নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “বিএনপির নেতারা নানা ভাগে বিভক্ত। বিএনপির নেত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান দুর্নীতির দায়ে অভিযুক্ত। তাদের দলে নেই কোনো গঠনতন্ত্রের বালাই। তারা আজ নানাভাবে বিভক্ত। “বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে?”
এই বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি এসব বক্তব্য রাখছেন প্রতিদিন।”
ক্ষমতাসীনরা স্বাধীনতার ‘ভুল ইতিহাস প্রচার করছে’ অভিযোগ করে তিনি বলেন, “বলা হচ্ছে যে, একজন ব্যক্তি ও একটি দল তারা ছাড়া কেউই এই স্বাধীনতা যুদ্ধে কৃতিত্ব দাবি করতে পারে না। অথচ সত্য কথা হচ্ছে এটা এই স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষ সেই বৃটিশ আমল থেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে শুরুটা, মুক্তিযুদ্ধে যে সূচনা সেটা যিনি করেছিলেন তার ঘোষণার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম-একেবারে সকলের নাম মুছে দিচ্ছে।”
বিএনপি মহাসচিব নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছানোর তাগিদ দেন। তিনি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে সঠিক ইতিহাস চর্চার ব্যবস্থা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিএনপির স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে স্বরচিত কবিতা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ফখরুল।
অনুষ্ঠানে তিনি ‘শহীদ জিয়ার বাংলাদেশকে জানো’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মাহবুব হাসান, জাহাঙ্গীর ফিরোজ, জাকির আবু জাফর, মুস্তাহিদ ফারুকী, নাসিম আহমেদ, শিশুদের মধ্যে মো. আবরার, সামিয়া নুজহাত ও ওয়াজদিয়া উনাইছা।
প্রতিযোগিতায় ৯৮ জন শিশু প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্বরচিত কবিতা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা কমিটির আহবায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে এবং সদস্য আমিরুল ইসলাম কাগজী ও আরিফুর রহমান মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক খন্দকার মোশাররফ হোসেন, সদস্য সচিব আবদুস সালাম, কবি আবদুল হাই শিকদার বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640