কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডিবেটিং সোসাইটির সদস্যদের অংশগ্রহণে ‘আমার দেশে আমার পেশায় আমি সেরা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কে বিতার্কিকরা নিজের পেশাকে সেরা প্রমাণ করেন। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে এএনএইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় ইবি সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) আয়োজিত বইমেলা ও ক্লাব ফেস্টিভালে দ্বিতীয় দিনে ক্যাম্পাসের বাংলা মঞ্চে বিতর্কটি অনুষ্ঠিত হয়। বিতর্কে সভাপতি ছিলেন বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটির সভাপতি মাসুম সরকার। বিচারক ছিলেন ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক রুমি নোমান ও সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস নীলা। সময় নিয়ন্ত্রক ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নওরীন নুসরাত। বিতর্কে শিক্ষক পেশার চরিত্রে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিয়াম আহসান, সরকারী আমলা ছিলেন ফোকলোর স্টাডিজ বিভাগের তাজমিন রহমান, কাজের বুয়া ছিলেন লোক প্রশাসন বিভাগের ফাতিমাতুজ্জোহা ইরানী, তেল ব্যবসায়ী ছিলেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোছাদ্দেক হোসেন। অন্যদিকে ডাক্তার ছিলেন পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের আবদুল্লাহ আল মামুন, আইনজীবী ছিলেন আইন বিভাগের মাহাদী হাসান, পুলিশ ছিলেন আইন বিভাগের সোলাইমান হোসেন ও বিউটিশিয়ান ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের উম্মে হাবিবা হ্যাপী। ইবি ডিবেটিং সোসাইটির মোডারেটর প্রফেসর ড. মামুনুর রহমান, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ, ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী সদস্য আবু হুরাইরাসহ শতাধিক শিক্ষার্থী বিতর্ক উপভোগ করেন।
Leave a Reply