কাগজ প্রতিবেদক ॥ সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে পৌর বটমূল চত্বরে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ–সভাপতি খলিলুর রহমান মজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র আনোয়ার আলী। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সাহা, কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আকলিমা খাতুন ইরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন সরকার প্রমুখ। বক্তাগণ বলেন বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি নবরুপে সেজে ওঠে। বসন্ত প্রকৃতির পাশাপাশি মানবমনকেও প্রাণবন্ত করে। আলোচনা শেষে সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়।
Leave a Reply