ইতালির রিভেরার একটি সুন্দর পাহাড়ের চূড়ায় একটি ছোট্ট গ্রামের অবস্থান। গ্রামটির রয়েছে একটি বড় স্বপ্ন- একটি স্বাধীন দেশে পরিণত হওয়া।
সেবোর্গা প্রিন্সিপালিটির নিজেদের পতাকা, জাতীয় সংগীত, পাসপোর্ট, ডাকটিকিট, মুদ্রা এবং রাজতন্ত্র রয়েছে। এটির আশা, একদিন তাদের সার্বভৌমত্ব আইনি স্বীকৃতি পাবে। যা তারা ১৯৬০-এর দশক থেকে চেয়ে আসছে।
আপাতত, সেবোর্গা ইতালির ইম্পেরিয়া প্রদেশের একটি মনোরম গ্রাম মাত্র। যা ফ্রান্সের কাছে অবিস্থত। গ্রামটির বাসিন্দার সংখ্যা ৩০০ জনের একটু বেশি এবং আয়তন মাত্র পাঁচ বর্গমাইল।
গ্রামটিতে প্রবেশের রাস্তায় একটি অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিং রয়েছে, সেবোর্গার পতাকা আঁকা একটি সেন্ট্রি বক্সও দেখা যায়।
চমৎকার অবস্থানের কারণে সেবোর্গা থেকে রিভেরার দৃশ্য অত্যন্ত আকর্ষণীয়।
রাজকুমারী নিনা বলেন, আইনজীবীরা সার্বভৌমত্বের আইনি স্বীকৃতি আদায়ের জন্য কাজ করছেন। তাই আমি রাজকুমারী নির্বাচিত হয়েছি।
সেবোর্গাতে বংশানুক্রমিক রাজতন্ত্র নয়। প্রতি সাত বছরে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজকুমারী নিনা প্রথম নারী হিসেবে রাজতন্ত্রের প্রধান নির্বাচিত হয়েছেন।
জার্মানিতে জন্ম নেওয়া নিনা মোনাকোতে বসবাস করছিলেন। ১৫ বছর আগে সাবেক স্বামী ও রাজকুমার মার্সেলো প্রথমকে সঙ্গে নিয়ে তিনি সেবোর্গার সন্ধান পান। মার্সেলো ২০১৯ সালে সিংহাসনের আরোহন করেন।
স্বাধীনতার দাবির বিষয়ে নিনা বলেন, শুরুতে আমার মনে হয়েছিল পুরো ঘটনা খুব মজার এবং আমি গুরুত্বের সঙ্গে নেইনি। পরে আমি এই বিষয়ে পড়াশোনা করি এবং তা সত্য বলে জানতে পারি।
এই দাবি প্রথম উঠে ১৯৬০ দশকের শুরুতে। ওই সময় স্থানীয় ফুল চাষি গিওরগিও কার্বনি শহরের ইতিহাস ঘাটতে গিয়ে এই বিষয়টি আবিষ্কার করেন।
৯৫৪ খ্রিস্টাব্দে সেবোর্গাকে বেনেডিক্টিন সন্ন্যাসীদের দান করা হয়। ১৭২৯ সালে তা সার্দিনিয়া রাজ্যের কাছে বিক্রি করে দেওয়া হয়। সার্দিনিয়া পরে ইতালি রাজ্যের অংশ হয়ে যায়। কিন্তু কার্বনির মতে, এই বিক্রির কোনও ঐতিহাসিক কোনও নথি নেই। ফলে সেবোর্গা কখনও বৈধভাবে ইতালির অংশ ছিল না।
ইতালির সাংবিধানিক আদালত ও ইউরোপীয় মানবাধিকার আদালত অতীতে সেবোর্গার দাবি প্রত্যাখ্যান করেছে। কিন্তু রাজকুমারি হার মানতে নারাজ।
একটি রূপকথা?
রাজকুমারী নিনা স্বীকার করেছেন এই কাহিনীটি তাদের বাণিজ্যের জন্য ভালো। বলেন, পর্যটনের জন্য এটি খুব ভালো, অস্বীকার করা যায় না। কে রূপকথা পছন্দ করে না। ঠিক, এটি পর্যটকদের জন্য আকর্ষণ। কিন্তু এটি সেবোর্গার ইতিহাসের অংশ।
তিনি দাবি করেন, তাদের এখানে কোনও বেআইনি কর্মকা- নেই। মজার জন্য পাসপোর্ট এবং স্থানীয় মুদ্রা লুইগিনো শহরের দোকানগুলোতে গ্রহণ করা হলেও তা মূলত স্মারক।
করোনা মহামারির আগে সুদূর জাপান থেকেও পর্যটকরা এখানে আসতেন। এস্তোনিয়া থেকে আসা সেবোর্গান কাইদি-কাটারিন নক্স বলেন, অনেকভাবে মোনাকো থেকে আলাদা সেবোর্গা। এটি শান্ত এবং ঐন্দ্রজালিক এবং এখানকার মানুষেরা অতিথি পরায়ণ।
একটি ব্যর্থ অভ্যুত্থান
রাজতন্ত্রের নাটকীয়তাও এখানে রয়েছে। ২০১৬ সালে নিকোলাস মুত্তে নামের ফরাসি নাগরিক নিজেকে নতুন রাজকুমার হিসেবে দাবি করে বসেন। ওই সময় রাজ দম্পতি ছিলেন বিদেশে। স্থানীয় পত্রিকায় এটিকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন সময়ে নিজেদের সিংহাসনের দাবি করা ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন মুত্তে। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্কতার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল ও ওয়েবসাইট।
সরকার নিজেই বলছে তারা কাউকে আভিজাত্যের উপাধি দেয় না। মাত্র ৯ জন মন্ত্রীকে নিয়ে সরকার গঠিত। তাদের রয়েছে সেবোর্গানে জন্ম ও বংশবিস্তার করা মানুষদের নিয়ে একটি কাউন্সিল। এটির নিজেদের আইন রয়েছে। তবে আপাতত এগুলোর কোনও আইনি মূল্য নেই। শহরের মূল ক্ষমতা নির্বাচিত কর্মকর্তাদের হাতে ন্যস্ত।
রাজকুমারী নিনা বলেন, সেবোর্গাতে ইতালীয় কোনও মেয়র নেই। সরকারিভাবে আমাদের যুদ্ধে থাকার কথা। কিন্তু অনানুষ্ঠানিকভাবে আমরা বন্ধু।
Leave a Reply