ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশনের উদ্যোগে
কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলা প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র “গেরিলা” প্রদর্শনীর আয়োজন করে। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন, কুমারখালী পৌরসভার মেয়র মো. সামসুজ্জামান অরুন। ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশনের পরিচালক আব্দুল্লাহ্ আল মনসুর নোমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কবি ও নাট্যকার লিটন আব্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবি সৈয়দ আব্দুস সাদিক, কুমারখালী সরকারি কলেজের শিক্ষক ও ইতিহাস-ঐতিহ্য- সংস্কৃতি পরিষদের সভাপতি কায়সার রেজা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশন আরা বেগম, কবি ও ছড়াকার সোহেল আমিন বাবু, তাঁত বোর্ডের উপ মহা-ব্যবস্থাপক মেহেদী হাসান, পৌরসভার কাউন্সিলর এস. এম শাহীনুর রহমান, এস. এম রফিক প্রমূখ। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ চলচ্চিত্রটি উপভোগ করেন। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ড. আবু নাসের রাজীব প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। এই সংস্থা মানুষের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
Leave a Reply