কুমারখালী প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনে কুমারখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানাকর্মসূচী পালিত হয়। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা ঘোষনা করা হয়। সকাল ৭টায় রেলস্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু’র ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন শেষে পুস্পস্তবক অর্পন ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকাল সাড়ে ৮টায় এম, এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভিবাদন মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কবুতর ও বেলুন উড়ান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষনা করেন তিনি। এ ছাড়াও পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে শিশু-কিশোররা শারীরিক কসরত ও কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে শারীরিক কসরত ও কুচকাওয়াজে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. শাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, বীর মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন প্রমূখ। সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে মহিলা সমাবেশ, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
Leave a Reply