কাগজ প্রতিবেদক ॥ ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাড়ে ৬ টা। গোধুলি লগ্নে হঠাৎ ঝলমলে হয়ে উঠলো ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। লাল-নীল-সবুজ-বেগুনী-হলুদসহ নানা রঙের আলোকসজ্জা যেন ক্যাম্পাসের রূপ পাল্টিয়ে দিয়েছে। আলোকসজ্জার ঝিকিমিকি আলো প্রফুল্লিত করে তুলছে শিক্ষার্থীদের মন। প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন স্থানে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত শিক্ষার্থীরাসহ অনেকেই। নানা ক্যাপশন দিয়ে যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও ছবি আপলোড করছেন শিক্ষার্থীরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে সদ্য পা দেওয়া নবীন শিক্ষার্থীদের আনাগোনা চোখে পড়ার মত। সরিজমিনে দেখা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে ১৭৫ একরকে সাজানো হয়েছে রঙ-বেরঙে সাজে। প্রধান ফটকের সামনে দাঁড়াতেই রঙ-বেরঙের ঝিকিমিকি আলোতে জুড়িয়ে যায় দুই নয়ন। একটু সামনে এগিয়ে গেলেই প্রশাসন ভবনের লাল-নীল আলোতে আটকে যায় চোখ। প্রধান ফটক থেকে বাম পাশের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলেই সাদ্দাম হোসেন হল। দেওয়ালজুড়ে ও হলের ফটকে জ্বলছে ঝিকিমিকি আলো। এরপর একটু এগিয়ে হাতের বাম পাশে তাকালে জিয়াউর রহমান হল ও লালন শাহ্ হল চোখে পড়ে। নবরূপে সাজানো হয়েছে হল দুটিকে। সোজা রাস্তা ধরে এগুলোই শেখ রাসেল হল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ঝলমলে আলোয় এই এলাকার দৈনন্দিন রাতের দৃশ্য একদম পরিবর্তন করে তুলেছে। হলের সামনের রাস্তা ধরে আর একটু এগিয়ে গেলেই চোখে পড়বে দেশরতœ শেখ হাসিনা হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও খালেদা জিয়া হল। এই হলগুলোও গায়ে মেখেছে নতুন রঙ। ঝাড়বাতি গায়ে জড়িয়ে আলোয় যেন ঝলমল করছে।
Leave a Reply