কাগজ প্রতিবেদক ॥ মহান মুক্তিযুদ্ধে পিতা বীরমুক্তিযোদ্ধা ছহি উদ্দিন বিশ্বাসের রেখে যাওয়া কিছু স্মৃতি চারণের উদ্দেশ্যে ঢাকা থেকে নিজ জেলায় সরকারী এক সফরে যাওয়ার প্রাক্কালে যাত্রা বিরতি দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে প্রতিমন্ত্রী মেহেরপুরে তিনদিনের সরকারী সফরে ঢাকা থেকে যাওয়ার উদ্দেশ্যে কুষ্টিয়া সার্কিট হাউসে যাত্রা বিরতি দেন। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ্ব) ওবাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার, স্থানীয় সরকার উপ-সচিব মৃণাল কান্তি দে, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, সদর উপজলো নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী ও বাসস প্রতিনিধি নুর আলম দুলালসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি সার্কিট হাউসের অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধে বৃহত্তর কুষ্টিয়ার স্থির চিত্রগ্রাহক রুপান্তর ফটোগ্রাফের মালিক রায়হান’র সাথে পিতা বীরমুক্তিযোদ্ধা ছহি উদ্দিন বিশ্বাসের মহান মুক্তিযুদ্ধে ভুমিকা নিয়ে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে বীরমুক্তিযোদ্ধা ছহি উদ্দিন বিশ্বাসের তৎকালীন সময়ের কিছু স্থির চিত্র দেখান চিত্র গ্রাহক রায়হান। এ সময় কিছু ছবি তাৎক্ষণিক ভাবে তাকে প্রিন্ট করে দেন। এর পর বিকেল ৩টার দিকে তিনি মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হন। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা ছহি উদ্দিন বিশ্বাস কুষ্টিয়া-মেহেরপুরসহ মুক্তিযুদ্ধে ৮ নং সেকটরের অধিনে বৃহত্তর কুষ্টিয়ায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহন করেন।
Leave a Reply