কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে আহত গোলাম নবীর ভাই গিয়াস উদ্দিন বাদী হয়ে আটজনকে আসামি করে এ মামলা করেন। গোলাম নবী পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমানের সমর্থক। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি জমির উদ্দিনকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, আটজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করা হয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। মামলার বাদী গিয়াস উদ্দিন বলেন, ‘আমার ভাই স্কুলের নির্বাচনে জয়লাভ করার পর প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জেরে আক্রমণ করে আহত করেছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’ পুলিশ, স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদ হোসেনের সমর্থকদের সঙ্গে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমানের সমর্থকদের বিরোধ চলছে। গতকাল রোববার পান্টির ডাঁসা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন–পরবর্তী সংঘর্ষে জড়ান দুই পক্ষের লোকজন। এতে অন্তত ৩০ জন আহত হন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান বলেন, স্কুলের নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে এলাকায় যে ঘটনাই ঘটুক, তাতে রাজনীতি জড়িয়ে পড়ে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
Leave a Reply