কাগজ প্রতিবেদক ॥ গতকাল কুষ্টিয়া পৌরসভায় ব্যাংক এশিয়া লিঃ ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে মা ও শিশু সহায়তায় কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের টাকা প্রদান করা হয়। এই আওতায় ৪দিনে ৩৩৩জন মহিলাদের ২,৭২,০০০/= টাকা দেওয়া হবে এবং এই ৩৩৩ জন সুবিধা ভোগী মহিলাদের ৩ বছর ধরে প্রতি মাসে ৮০০ টাকা করে দেওয়া হবে। মা ও শিশু সহায়তায় কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, ব্যাংক এশিয়ার কুষ্টিয়া শাখার এভিপি ও শাখা প্রধান মোঃ আবু হেনা হাসানুজ্জামান, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, কুষ্টিয়া পৌরসভার সচিব মোঃ কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ শাহিন উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ আনিছুর রহমান আনিছ, কুষ্টিয়া পৌরসভার ডিজিটাল সেন্টারের পরিচালক ও ব্যাংক এশিয়ার এজেন্ট এ.এস এম আরিফ নাজমুল হক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্যাংক এশিয়ার সিনিয়র এসিট্যান্ট রিলেশনশিপ অফিসার মোঃ ফরিদুজ্জামান রুবেল।
Leave a Reply