কাগজ প্রতিবেদক ॥ “শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নে কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শনিবার দুপুরে ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রতন। সার্বিক তত্বাবধানে ছিলেন, মনোহরদিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, মনোহরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম জহুর এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান তালুকদার ও শহিদুল ইসলাম মাস্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কন্দর্পদিয়া সূর্যদয় ক্লাবের সভাপতি এছেম আলী মালিথা, সার্বিক পরিচালনা করেন, কন্দর্পদিয়া সূর্যদয় ক্লাবের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শহর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: আফিল উদ্দিন, মনোহরদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান সুমন প্রমূখ। খেলায় অংশ গ্রহন করেছে, বলরামপুর ফুটবল একাদশ ও পোড়াদহ ফুটবল একাদশ। বলরামপুর বিজয়ী হয়ে প্রথম পুরুস্কার একটি ফ্রিজ জিতে নেয়, রানার্সআপ খেলোয়াড়দের জন্য ছিলো একটি এলইডি ও সেরা খেলোয়াড়দের জন্য আকর্শনীয় পুরুস্কারের ব্যবস্থা ছিলো।
Leave a Reply