সুশিক্ষার মাধ্যমে তোমাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা মানবতার জন্য মনের জানালা খুলে দিতে হবে ঃ প্রফেসর ড. শেখ আবদুস সালাম
ইসলামী বিশ^বিদ্যালয়ে সোমবার সকালে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ¯œাতক(সম্মান) শ্রেনীর ছাত্র-ছাত্রীদের উদ্যোশে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, সুশিক্ষার মাধ্যমে তোমাদেরকে হৃদয়ের জানালা খুলে দিতে হবে। কারন সুশিক্ষায় পারে হৃদয়ের জানালা খুলে দিতে। এজন্য তোমাদেরকে মনে রাখতে হবে নিজ পরিবার, সমাজ, দেশ তথা জাতির উপর দায়িত্ববোধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি উপস্থিত নবীন শিক্ষার্থীদের উদ্যোশে বলেন, তোমাদের প্রত্যেককে এক একজন আলোকিত মানুষ হতে হবে। তাহলেই তোমার প্রতিষ্ঠান আলোকিত হবে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আজ তোমরা বিশ^বিদ্যালয়ে পড়বার সুযোগ পেয়েছো, এটাও অনেক সৌভাগ্যের বিষয়। তিনি আরো বলেন, জাতির পিতা সর্ম্পকে তোমাদেরকে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে এবং জাতির পিতার স্বপ্নকে লালন করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, তোমাদেরকে বিশ^বিদ্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেবার মতো আন্তরিক পরিবেশটাও যেন শেষ পর্যন্ত আন্তরিক থাকে এঁটা মাথায় রেখে তোমাদের চলতে হবে। শুরুতেই তোমাদের ড্রেসআপ, আচরণে যেন বোঝা যায় তোমরা বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এসে তোমাদের আজ যে বিশ^বিদ্যালয়ে নতুন শিক্ষা জীবনের শুরু হচ্ছে তা যেন জাতির পিতার স্মৃতিকে বুকে ধারন করবার মধ্যে দিয়ে ভবিষ্যৎ পথচলা শুরু হয়। উল্লেখ্য যে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বাংলা, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি বিভাগসহ বিশ^বিদ্যালয়ের সকল বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেনসহ অএ বিভাগগুলোর শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply