কাগজ প্রতিবেদক ॥ সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া শহরে অস্বাভাবিক যান জটের সৃষ্টি হয়েছে। প্রায়ই শহরের বক চত্বর এবং বড় বাজার রেল গেট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। এতে ঝুঁকি পূর্ণ হয়ে উঠছে চলাচল ব্যবস্হা। অতিরিক্ত পুলিশ দিয়েও নিয়ন্ত্রণ করতে পারছেনা যানবাহন। ফলে অসহনীয় দূর্ভোগে পড়ছে মানুষ । পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের নির্লিপ্ততা ও প্রশাসনের উদাসীনতায় দিন দিন ভোগান্তি বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে আরো বেশ কিছুদিন ভোগান্তি পোহাতে হবে। অনুসন্ধানে দেখা গেছে, কুষ্টিয়া শহরের একটি বড় জনগোষ্ঠী বসবাস করে হাউজিং এলাকায়। এটি শহরের প্রধান সড়ক এন এস রোডের দক্ষিণে অবস্থিত।এ ছাড়াও হাসপাতাল, কোটসহ গুরুত্বপুর্ণ স্থাপনা শহরের দক্ষিণে অবস্থিত। আবার অফিস,ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান এন এস রোডে অবস্থিত।শহরের প্রধান সড়কের সাথে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ হয় মাত্র ৩টি সড়ক দিয়ে। বক চত্বর, বাবর আলী গেট ও বড় বাজার রেল গেট দিয়ে। এর মধ্যে অধিকাংশ মানুষ যানবাহন নিয়ে দক্ষিণে যাতায়াত করে বক চত্বর ও বাবর আলী গেট দিয়ে। সম্প্রতি প্রায় ১৫ দিন যাবত পৌরসভা একটি ছোট ড্রেনের নির্মাণ কাজ শুরু করেছে বাবর আলী গেট এলাকায়। ঠিকাদার নির্মাণ কাজের শুরু থেকেই ড্রেনের মাটি রাস্তার ওপর রেখে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বক চত্বরসহ সমস্ত শহরে যানবাহনের চাপ অস্বাভাবিক বেড়ে গেছে। এলাকাবাসী বলেন, নির্মাণ কাজের ফলে রাস্তার ওপর রাখা মাটি কিছুটা কাজে লাগাবো। অবশিষ্ট সড়িয়ে ফেলবো। সচেতন মহল মনে করছে, এ ধরনের নির্মাণ কাজ শুরুর আগে শহরের ট্রাফিক ব্যবস্হাপনার কথা মাথায় রাখতে হবে। গুরুত্বপুর্ণ সড়কে নির্মাণ কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে আরো সজাগ থাকতে হবে।
Leave a Reply