কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক শ্রেণির ২০২০-২১ শিক্ষবর্ষের প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করা হবে সোমবার। এ উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করেছে বিভাগগুলো। রঙ-বেরঙের আল্পনা, নানান সাজসজ্জ্বা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করেছে তারা। ফুল, মিষ্টিসহ বিভিন্ন উপহারের মাধ্যমে নবীনদের বরণ করা হবে বলে একাধিক বিভাগীয় সূত্র জানিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় নবীনদের একাংশ বরণ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তারা এ নিয়ে নানা আক্ষেপ প্রকাশ করছেন। ইউনিট সমন্বয়ক সূত্রে, পঞ্চম ধাপে ভর্তি শেষেও বিশ্ববিদ্যালয়ের ২৬৭টি আসল খালি থাকায় গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এতে ‘এ’ ইউনিটে ১২৫, ‘বি’ ইউনিটে ৯৪ আসনের এবং ‘সি’ ইউনিটে ৪৮ আসন ফাঁকা রয়েছে। তাদের ২২ মার্চ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
Leave a Reply