স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে
কুমারখালী প্রতিনিধি ॥ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কুমারখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তন চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিতি ছলেন। মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম জানান, মেলার স্টল থেকে তাঁরা সরকারি উন্নয়নের পাশাপাশি নির্বিঘœ সেবাদান সংক্রান্ত তথ্য প্রচার করছেন। সেই সাথে সুবর্ণজয়ন্তী মেলাচলাকালীন সময়ে অনলাইনে জমির নামজারির আবেদন গ্রহণ ও সাতদিনের মধ্যেই নামজারি সম্পন্ন করবেন। অন্যদিকে, শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারি উদ্যোগ সমূহ তুলে ধরার পাশাপাশি বাস্তবায়নে মাঠপর্যায়ে আমাদের করণীয় বিষয়গুলোও প্রচারা করা হচ্ছে। সাতদিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা আয়োজন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। তাই নতুন প্রজন্মের কাছে মহান স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধারার পাশাপাশি বর্তমান সরকারের লক্ষ্য সহ দেশের অর্জন সমুহ তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply