মনোজিত মন্ডল, খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন খোকসা কুমারখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান এর উপস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালিত হয় । এদিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিদ্যালয় কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদ্যালয়ের সভাপতি জাফর ইকবাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল আলম ও প্রশান্ত কুমার ভৌমিক । বিদ্যালয় চত্বরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর চেতনার সকল চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ আগামী দিনের নেতৃত্বে তরুণ সমাজ এগিয়ে আসবে ।বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি নিয়ে এ দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আগামী দিনের উন্নয়নের অগ্রযাত্রায় তরুণ সমাজের ভূমিকা রয়েছে ।
Leave a Reply