ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা ‘আরও বাস্তবসম্মত’ হয়ে উঠতে শুরু করেছে, কিন্তু সফলতার জন্য ‘এখনও আরও সময় প্রয়োজন’।
তার সর্বশেষ ফেইসবুক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য বর্তমানে জুমের মাধ্যমে আলোচনারত প্রতিনিধি দলসহ সব ইউক্রেইনীয় নাগরিকদের কাজ করতে হবে।
ইউক্রেইন নেটো সামরিক জোটে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করুক, এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য রাশিয়া দেশটির ওপর অনবরত চাপ সৃষ্টি করে চলছে। ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ দোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দিয়েছে এবং ক্রাইমিয়াকে নিজেদের ভূখ-ের অন্তর্ভুক্ত করে নিয়েছে।
বুধবারও ভিডিও লিঙ্কের মাধ্যমে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেইনের প্রতিনিধিদের আলোচনা চলার কথা রয়েছে।
ইউক্রেইন নেটোতে যোগ দেবে না, মঙ্গলবার জেলেনস্কিকে এমনটি স্বীকার করে নিতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।
রাশিয়ার সঙ্গে আপস আলোচনায় অংশ নেওয়া ইউক্রেইনীয় প্রতিনিধি মিখাইলো পোদোইলাক জানিয়েছেন, আলোচনা চলাকালে ‘মৌলিক দ্বন্দ্ব’ থাকলেও ‘নিশ্চিতভাবে আপসের জন্য জায়গাও’ থাকছে।
ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিওপোলের একটি হাসপাতালে রাশিয়ার সেনারা চিকিৎসক ও রোগীসহ ৪০০ লোককে আটকে রেখেছে বলে শহরটির ডেপুটি মেয়র অভিযোগ করেছেন।
ইউক্রেইনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার প্রায় ২০ হাজার বেসামরিক শহরটি ছাড়তে সক্ষম হয়েছেন।
এদিকে কিইভের মেয়র ভিতালি ক্লিচকো রাজধানীতে ৩৫ ঘণ্টার কারফিউ জারি করেছেন; সময়টিকে ‘অত্যন্ত বিপজ্জনক ও কঠিন’ অভিহিত করে নগরীর বাসিন্দাদের সতর্ক করেছেন তিনি।
Leave a Reply