আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে আব্দুর রাফেত বিশ্বাস কলেজে কলেজের প্রতিষ্ঠিতা হাফিজা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলেজের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুর রাফেত বিশ্বাস কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ এর সভাপতিত্বে এবং কলেজের সহকারী অধ্যাপক হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, মরহুম হাফিজা বেগমের কনিষ্ট পুত্র আব্দুল্লাহেল বাকী, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মুত্তালেব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, শামসুজ্জোহা, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সালাম, সমাজ সেবক সুজন আলী, সুজন মাষ্টার, দাউদ আলী, কলেজের সহকারী অধ্যাপক হামিদুল ইসলাম, রোকনুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান, রোকনুজ্জামান রোকন, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মুন্নাফ আলী।
Leave a Reply