1. nannunews7@gmail.com : admin :
May 11, 2025, 11:38 pm
শিরোনাম :
যেভাবে যুদ্ধের দ্বার থেকে ফিরল ভারত-পাকিস্তান ডাক্তার ফিস, ঔষধ ও টেস্টের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা: অধ্যাপক শহীদুল ইসলাম “বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট” কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক দেবেশ চন্দ্র সরকার ও সদস্য সচিব পিকে সাহা কুমারখালীতে শরীরে পেট্রোল ঢেলে শিক্ষার্থীর আত্মহত্যা আওয়ামীলীগ নিষিদ্ধে কুষ্টিয়াতে জেলা জামায়াতের শুকরানা সমাবেশ কুমারখালীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে ইউপি পরিষদ চেয়ারম্যান গ্রেফতার ইবি ডি ইউনিটের পরীক্ষা অনুষ্টিত এ বছর আমের উৎপাদন ও রপ্তানিতে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ আম। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিল মার্সেই, মোনাকো

নিখোঁজের ৩ মাসেও সন্ধান মেলেনি কুষ্টিয়ার যুবক বাকী বিল্লাহর

  • প্রকাশিত সময় Friday, February 12, 2021
  • 204 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক কুষ্টিয়ার ভেড়ামারার নিখোঁজ যুবকের সন্ধান মাসেও পাওয়া যায়নি। দুই বছরের শিশু আব্দুল্লাহ তালহা। বাবার প্রতীক্ষায় থেকে প্রায় সময়ই দৌড়ে বাড়ির দরজার দিকে ছুটে যায়। সেই সাথে বছরের আদনান জুবায়ের বছরের পুত্র আমির আল মাহদীও ছুটছে। কিন্তু তাদের বাবা আর আসছেন না। দিন গড়িয়ে রাত আর রাত শেষে দিন এলেও প্রতীক্ষার শেষ নেই তাদের। মাস ধরে নিখোঁজ রয়েছে তাদের বাবা বাকীবিল্লাহ (৩৭) নিয়ে প্রশাসনের সহযোগিতা চাইলেও কোনো তথ্য পায়নি পরিবার। বাকীবিল্লাহর সন্ধান দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তার পরিবার। পরিবারের পক্ষ থেকে আকুতি জানানো হয়েছে প্রশাসন সরকারের কাছে। নিখোঁজ বাকীবিল্লাহ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ষোলদাগ দক্ষিণপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে। তিনি ঢাকায় একটি ব্রন্ডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠানে কাজ করতেন। বাকীবিল্লাহর পিতা ইয়াকুব আলী বলেন, তার ছেলে ২০০১ সালে ভেড়ামারা থেকে এসএসসি পরীক্ষায় জিপিত্র পান। খুলনা বিভাগের মধ্যে তিনি কৃতিত্ব অর্জন করায় তাকে এনটিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুরস্কারেও ভূষিত করেন। এরপর নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিত্র পেয়ে রাজশাহী মেডিক্যালে ভর্তি হন তিনি। খরচ চালাতে না পারায় একপর্যায়ে লেখাপড়া ছেড়ে ঢাকায় অনলাইনে কাজ শুরু করেন বাকী। ছেলেকে ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন তিনি। নিখোঁজ যুবকের স্ত্রী কুলসুম আক্তার জানান, স্বামীসহ আমরা ঢাকার উত্তরার তুরাগ থানাধীন নিশাত নগর (নলভোগ), ব্লক সি, রোড নং, বাড়ি নং/ এর চর্তুথ তলায় ভাড়া বাসা নিয়ে বসবাস করছিলাম। গত কয়েক বছর সেখানে বসবাস করে আসছি। গত ১২ নভেম্বর বিকেলে তাদের বছরের সন্তান আমির আল মাহদীকে নিয়ে আমার স্বামী বাকীবিল্লাহ মাদরাসায় নিয়ে যাওয়ার জন্য বের হন। বাসার নিচে নামতেই জন অপরিচিতি লোক জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছেন। তিনি উত্তরে বলেন, ছেলেকে নিয়ে মাদরাসায় যাচ্ছি। তারা মাদরাসায় যাওয়া লাগবে না বলে ছেলেকে ফিরে যেতে বলে। ৎক্ষণাৎ অপরিচিত ওই দুইজন ব্যক্তি তাকে ধাক্কাতে ধাক্কাতে একটি সিলভার কালারের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গাড়ির ভেতরে ১০ জন ছিল। ঘটনার কিছুক্ষণ পর বাড়ির নিরাপত্তা প্রহরী এসে আমাকে সংবাদটি অবহিত করেন। নিরাপত্তাকর্মী আরো জানান যে, উল্লিখিত ব্যক্তিগণ নিজেদের ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। আমরা নলভোগ রাস্তা মোড়ে অবস্থিত ব্রডব্যান্ড ইন্টারনেট অফিসের মো: মঈনের মাধ্যমে আরো কিছু তথ্য জানতে পারি। বাকীবিল্লাহকে তুলে নেয়ার আগে ০১৮৩৯৩০২২৪৬ নম্বরে ০৯৬১১১৭৮৩২২ নম্বর থেকে ফোন করে বাকীবিল্লাহর অবস্থান জানতে চায়। অবস্থান জানাতে দেরি হওয়ায় তারাই অফিসে চলে আসে। তারা একজন কম্পিউটারে বসে, আরেকজন কাগজপত্র খোঁজাখুঁজি করে। পরে তারা ওই অফিসের একজন লাইনম্যানকে সাথে করে বাসা চিনে নেয়। এরপরেই এই অপহরণের ঘটনা ঘটে। মাস পরও বাকীবিল্লাহর খোঁজ না পাওয়ায় তার পরিবার দারুনভাবে উদ্বিগ্ন। সন্তান হারানো বেদনায় মা বাবােেরাখের ঘুমও হারাম হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640